–
—
জানতাম একদিন চলে যাবে
এসেছিলে তো দুদিনের তরে,
পরিচয় করেছিলে যে মতলবে
তা সফল হওয়ার পরে।
সবকিছু জেনেও করেছি আশা
হয়ত বা কোন একদিন,
তোমার প্রতি আমার ভালোবাসা
আনবে পরম সুদিন।
দিনের পর দিন কেটে গেছে
মরে গেছে সে আশা,
তোমার নিজের স্বার্থের কাছে
হারিয়েছি মোর ভাষা।
একদিন বুঝলাম দেরী হয়ে গেছে
স্বপ্ন ঙাঙল মোর,
বাস্তব স্বপ্নকে করেছে মিছে
অন্ধকারে ঢাকা পরেছে ভোর।
মিথ্যার জালে বন্দী জীবন
আমার হয়েছে সর্বনাশ,
তোমার অপরাধী মন
বিছায়েছে ষড়যন্ত্রের নাগপাশ।
চারিদিকে আজ দেখি তোমারই জয়গান
সত্য পরেছে মিথ্যায় চাপা,
ষড়যন্ত্রীর পাকচক্র লিখেছে বিধান
আমার জীবন অন্তঃসারশূন্য, ফাঁপা।
মিথ্যার বেড়াজাল যতই হোক কঠিন
ভাঙবে এক পলকের ঝড়ে,
তোমারও সমাধি তৈরি হবে সেদিন
সেই মিথ্যার তাসের ঘরে।
তবুও অপেক্ষা করে আছি
একদিন হয়ত সত্য প্রকাশ পাবে,
মিথ্যা ষড়যন্ত্রী সেদিন কেমনে বাঁচি
কোথায় মুখ যে লুকাবে?
সুদিনের প্রতীক্ষা করে যেতে হবে
যতই হোক না দেরী,
সবার সামনে সত্য প্রকাশ পাবে
ভাঙবে ভুল সবারই।।
–
–