–
—
কত সন্তান অনাহারে,
কাটাচ্ছে দিন পথের ধারে।
কেবা তার খোঁজ রাখে,
কেবা তার ছবি আঁকে।
পেটের খিদে মেটাই যারা
ভগবান রূপে মানুষ হয় তারা।
অর্থপিশাচ জানে না রে,
সেবা,ধর্ম,হয় কোন প্রকারে।
রাস্তায় চলতি সকল মানুষ
রাখে যদি একটুকু হুঁশ।
ওরা থাকবে না অনাহারে,
ওরা খেতে পাবে দুটো পেটভরে।
গরীব দেখে দরদ বারে,
হাতের কলম জোর ধরে।
ওদের নিয়ে লিখি তাই,
যদি কারো সাহায্য পাই।