–
—
যদি দেখ কাউকে আশ্রয় চাইতে
বড় ক্লান্ত সে,
দরজা খোলা রাখ
হৃদয় কপাট খুলে দাও বন্ধু।
তোমার হৃদয়ের ক্ষত মুছে যাবে
বন্ধ হবে রক্তক্ষরণ
দূর হবে বিষাদ বেদনা যত,
এ গ্রীষ্মের দহনে
অশ্রু যাবে শুকিয়ে।
নতজানু হও বিনয়ে
সেলাম জানাও পাহাড়কে
সাগরের নীলাঞ্জনা ঢেউ
মিলুক এসে আলিঙ্গনে,
নিরাশ হয়ো না বন্ধু
বিশ্বাস রাখো জীবনে,
হারিও না বিশ্বাস জীবনের পরে
সে যে তোমাকে বিশ্বাস করে
আকাশের মেঘ অশ্রু হয়ে ঝরে
হিরকের চ্ছটা তার অশ্রুতে
বৃষ্টি হয়ে নামে পৃথিবীতে
জলসিঞ্চন তার
ফসল ফলে মরু মাঝে।
অপেক্ষা কর, নিরাশ হয় না বন্ধু
ধৈর্য ধর, আকাশ উঠেছে রাঙিয়ে
উজ্জ্বল আলোর চ্ছটা পূব আকাশে
আঁধার কেটে গেছে
আলোকিত নতুন প্রভাত।
–
–