–
—
চৈত্রের শেষ বেলার দহনে
কিছু সেলে থাকা মন
ঝক্কাস বিকে গেলো ফাগুনে!!
বাঁচা কুচা যেটুকু যেখানে
সঞ্চিত ছিলো তাপ
সেই আঁচে সেঁকেই বিরাট চাপ!!
চোরি চোরি চুপকে চুপকে
আঁখ মে চোলি
খেলে নিলো বেশ কিছু হামজোলি।
এবার ভিক্টোরিয়ায় গিয়ে
চিনেবাদামের খোসা
দিব্যি ছাড়াবে ঝাল নুন দিয়ে।
কুল কুল ঠান্ডা ঠান্ডা
ভালোই চালাবে
যতক্ষণ না পড়ে পুলিশের ডান্ডা!!
মুশকিল হলো একটা
এসব হিজিবিজির
ঠিকঠাক এক্সপায়ারী ডেটটা!!
হাউইএর মতো হয়ে ওঠা
প্রেমের রঙিন ফানুস
বড়োই সর্টকাটে হয়ে যায় ভ্যানিশ!!
যতো ফাস্ট লাভ গেম
পলক ঝপকাতেই
হায় হায় ব্রেক আপ শেম শেম!!
বড়োই লিমিটেড আয়ু
পটাকসে ঝটাকসে
কখন যেন ক্ষয়ে যায় পরমায়ু!!