–
—
–একটানা পথ হেঁটে
চৈত্রের রোদ মেখে,
সবুজ ঘাসে গা এলিয়ে
রোদ ভক্ষণ করা চলে।
— আঁখি দুটি বন্ধ করে
কতশত আবেগ নিয়ে,
নিজেকে হারিয়ে অনাদরে
স্মৃতির পাতা ছিঁড়ে ছিঁড়ে।
—ক্লান্ত শ্রান্ত দেহমন নিয়ে
নীড় হারা চাতক পাখি হয়ে,
কতশত পাহাড় পেরিয়ে
ঘোলাটে সাগরের দাঁড়িয়ে।
—-সুখের বিরহ বেদনা হারিয়ে
পথ হারা অচেনা পথিক হয়ে,
অমাবস্যা – চন্দ্রিমা লুকেয়ে
মরনে অসীম পরাধীনতার মাঝে।
–
–