–
—
অপেক্ষা
দিন থেকে রাত
অপেক্ষা
জন্ম থেকে মৃত্যু।
অপেক্ষা ভালোবাসার
অপেক্ষা তোমায় পাওয়ার।
অপেক্ষা
গোধূলিতে সিঁদুর দানে
বেদনার ব্যথা ভুলে,
জেগে ওঠা নতুন কোন গানে।
অপেক্ষা
নতুন দিন আশার
ঘাত প্রতিঘাত কে মুছে
প্রতিবাদী কোন ভাষার।
অপেক্ষা
কোন হেরে যাওয়া প্রেমিকের
কিংবা, মুছে ফেলা স্মৃতি ক্ষণিকের।
অপেক্ষা
অপ্রত্যাশিত একটা রুটি
কিংবা হারিয়ে যাওয়া ছোট্টবেলার খুনসুটি।
অপেক্ষা, চলছে অবিরত
জীবন কে সাক্ষী রেখে
বুকেতে জমা হয় অপেক্ষায় থাকা স্মৃতির ক্ষত।
–
–