–
—
খোকন বলে করব বিয়ে
পাত্রী ভালো পেলে
লাগবে না পণ ধরে রাখ
আমি ভালো ছেলে।
তবে কিছু শর্ত আছে
মেয়ে হবে ভালো
সোনার বরণ হতেই হবে
চলবে না তো কালো।
চুল হবে তাঁর লম্বা কালো
বাজবে বাঁশি নাকে
চশমা মোটে থাকবে না তার
পটল চেরা চোখে।
চাল চলনে ঘরোয়া হবে
জানবে সেলাই বেসিক
অবশ্যই চাই রান্না জানা
আমি খাদ্য রসিক ।
দেহের গড়ন পাতলা হলেও
চলবে না পাটকাঠি
মেদ ঝরানো শরীর হবে
না হয় যেন মোটি।
চাকরি টা তার হতেই হবে
অবশ্যই সরকারি
রেজাল্ট মন্দ? চলে যাবে।
সেটা নয় দরকারি ।