–
—
ঝটাপটি ঝটাপটি
শুনছ নাকি আওয়াজ ঐ?
মামদো আর জামদো ভূতে
ভাঙল বুঝি মোদের মই।
কী আর কব বল দিকিনি,
লজ্জাহীন এই ভূতের দল!
এলিই যদি, থাক না সুখে,
করিস কেন কোলাহল?
দিনদুপুরে নাক ডাকিয়ে
ঘুমিয়ে নিস আরাম করে,
রাত বাড়লে মারামারি?
আমরা ঘুমাই কেমন করে?
তাই ভেবেছি আজকে আমি
জাগব রাতটা লাঠি নিয়ে,
যেইনা আওয়াজ শুনব তোদের
চুপ করাব লাঠির ঘায়ে।
ভাঙলে হাড় চিন্তা নেইকো,
ওষুধ আছে মোর ঘরে।
ধপাং ধপাং পিঠের প’রে
পড়বে লাঠি বেশ জোরে।
–
–