–
—
বিকেলে ভোরের ফুল ফোটে না
কখনও মেঘ কখনও বৃষ্টির মতো যদিও ফোটে
তা ঝরে যায় অচিরেই
পদ্ম পাতায় জলের মতো I
জীবন কী শুধুই ঝরা পাতার গল্প বলে?
মনে হয়, না –
সব জীবনেই প্রেম আসে, মন নদীতে নৌকা ভাসে
মনের লিপি দিয়ে অনেক কবিতা লেখা হয় ;
কেউ গড়ে তাজমহল
কেউ শুধুই ঝরা পাতার গল্প বলে
তুমি আমি কেউই নিয়মের বাইরে নই ;
যা আছে তাই হবে
যা নেই তা হবে না
বিকেলে ভোরের ফুল –
কিংবা অসময়ের বনজ্যোৎস্না
সবই সেই ফিরে যাবার পদধ্বনি –
যেখান থেকে শুরু সেখানেই সব শেষ
মাঝে শুধু দু -দিনের স্বপ্নবিলাস
আমি তুমির গল্প
বাকিটা দৃষ্টিবিভ্রম
শুধুই লিবিডোর খেলা !
–
–