–
—
কেউ কি ঝড়ে আটকে গেছে
হঠাৎ পথের মাঝে,
জানা সকল কৌশল আর
লাগছে নাকো কাজে।
ঝড়ের মাঝে ভয় পেও না
সাবধানে রাখ মাথা,
জেনে রেখ ভুবন জুড়েই
আছে বিপদ যা তা
কোনটার পর আসবে কোনটা
এই ভয়েতে তাই
সকল সময় থাকলে বসে
কাজ যে থেমে যায় ।
কাজের মাঝে হেন তেন
কিম্বা ঘ্যান ঘ্যান
পিছিয়ে দেবে যোজন যোজন
হবে না সুপার ম্যান ।
সুপার ম্যানের সাধ্যও কম
পড়লে ঝড়ের মুখে
মুখ ই তোমার জানিয়ে দেবে
নেই আর তুমি সুখে।