–
—
এসেছি সেই পথে,ঘুরেছি শেষ থেকে শুরু, তোমার অনস্তিত্বের মতো পরিবে দেখি আজ চারিদিক।
এপার ওপার ক্রূরমতি মানুষের ভিড় , পায়ের তলে রঙের মতো মিশেগিয়েছে হলুদ ফুলেরা। পাতার বিছানাই পিশিত স্বাদের আগুন-
দাউদাউ করে জ্বলতে দেখেছি।
অসহ্য তীব্র আতস আলো; পুড়েযাচ্ছে আমার আপাদমস্তক।
তোমা’র মতো স্নিগ্ধ শান্ত আলো আঁধার –
কই আর চারদিক?
নিমিশে নিশিতে যেন সব ছারখার!
হাজার বছর ধরে দেখা এক স্বপ্নের মতো দ্বীপ অকস্মাৎ কোন ঘটনা? ছিন্নভিন্ন হয়ে গেছে একটি একটি করে- সাজানো সমস্ত- স্বেত পালক।
এখনও লোক সমোক্ষের মাঝে একাকীআমি;
অস্থিরতা , হিম-শিহরন , ঢেউ সর্বাঙ্গে।
একমাত্র আশ্রয়টুকুও আমার বিলুপ্ত আজ,
হারানোর ভয় বুকের প্রতি স্পন্দনে-স্পন্দনে।
জীবন-মরনের নিশ্চয়তা আমি হারিয়ে ফেলেছি;
অন্তিম অস্তিত্বে আর কোথাও নেই কিছু বাকি।
ধুলাই মলিন শরীরে হয়ত এক্ষণ হাঁটব প্রতিদিন!
দুঃস্বপ্নের দিকে একা একা।
–
–