–
—
দুঃসময়ের বেড়েছে বড্ড বাড়।
দিয়েই চলছি হাজার রকম ছোট বড় যত ছাড়।
খুনের পসরা সাজিয়ে রেখেছে খুনী!
চারদিকে আজ তাদের লিপ্সা তাদেরই জয়ধ্বনি।
সন্তানহারা স্বদেশ আজকে কাঁদে —
দানবের হাতে বন্দি সমাজ আটকে পড়েছে ফাঁদে।
হায়নারা যত আস্ফালনে খেলছে,
ষড়যন্ত্রের জাল বুনে তারা,খুশির পাখনা মেলছে।
দিয়েই চলছি হাজার রকম ছোট বড় যত ছাড়।
খুনের পসরা সাজিয়ে রেখেছে খুনী!
চারদিকে আজ তাদের লিপ্সা তাদেরই জয়ধ্বনি।
সন্তানহারা স্বদেশ আজকে কাঁদে —
দানবের হাতে বন্দি সমাজ আটকে পড়েছে ফাঁদে।
হায়নারা যত আস্ফালনে খেলছে,
ষড়যন্ত্রের জাল বুনে তারা,খুশির পাখনা মেলছে।
স্বদেশের ওরা মুন্ডুু চিবিয়ে খেলো,
বীর বাঙালির চেতনার মূলে আঘাত করেই গেল।
গর্জনে তাই মেঘ হয়ে জাগো আজ,
দুঃসময়ের জীর্ণ দেয়ালে বজ্রে তোলো আওয়াজ।
–
–