–
—
চেয়েছিলাম দেশের থেকে শত্রু সরে যাক
অন্যায় ভাবে করছিল যে শাসন দেশে পাক।
অনেক রক্ত বহু প্রাণের বিনিময়ে পাই
সবার কাছে স্বাধীনতার মূল্য বেশি তাই।
স্বাধীন হয়ে দেশেকে পেয়ে মনে ভরে সুখ
নিজের দেশে থাকতে পেরে গর্বে ভরে বুক।
মাতৃভাষা বলার জন্য মেটে মনের স্বাদ
আনন্দতে মনে হচ্ছে হাতে পেলাম চাঁদ।
অনেকে বছর কেটে গেছে স্বাধীন হবার পর
গরিব দুখী পথে থাকে নেই যে তাদের ঘর।
আজও কত মানুষ কাটায় অনাহারে দিন
শ্রমিক কৃষক তাঁতি কারোর শোধ হয় না ঋণ!
ভাবছি এখন কেমন স্বাধীন আমরা সবাই আজ
নেতারা সব করছে মজা নেইতো কোনো লাজ!
ধনী মানুষ ধন কামিয়ে বাড়িয়ে যায় ধন
শ্রমিকের ওই বেতন দিতে ছোট করে মন।
বীরশহীদদের স্বপ্ন ছিল মানবতার ওই
ধনী গরিব এত তফাৎ বলতে পারো কই?
দেশকে শাসন করছো যাঁরা তাঁদের বলতে চাই
সবার কথা একটু ভাবো ভোট দিয়েছে ভাই।
–
–