–
—
এসো আনন্দ, এসো উৎসব
এসো জাগরণ, এসো এসো সব।
এসো প্রাণেতে, এসো গানেতে
এসো আলোতে, মেলামেশাতে।
এসো কঠিন, এসে দেখে যাও
এসো সত্য, এসে হেসে যাও।
এসো কষ্ট, চোখের জলেতে
এসো শান্তি, কর্মফলেতে।
এসো সুখ, আসতে ক্ষতি নেই
এসো দুঃখ, থেকো সবেতেই।
এসো হাসি, দেখব তোমাকে
এসো কান্না, থাকলে অভাবে।
এসো ইচ্ছা, যদি পূর্ণ হও
এসো আকাঙ্খা, যদি আসতে চাও।।
–
–