–
—
প্রথমে বাঁ দিক দিয়ে চলা শুরু করেছিলাম
তারপর আরও বাঁয়ে চেপে গিয়েছিলাম
তারপর নেমে গিয়েছিলাম রাস্তা থেকে
এখন এই রাস্তার পাশের ধুলো আর মাটির
মধ্যে দিয়ে হেঁটে যাই
পথ থেকে অনেকটা দূরে
যদিও মেপে দেখিনি কখনও
সবটাই চোখে স্থির
এখান থেকেই দেখি
রাস্তা এখনও শুয়ে আছে আগেরই মত
কখনও যানজটে থমকে বা তীব্র বেগে ছুটে যায় যান
পাশে ছায়া দেওয়া গাছ
আগেও ছিল, এখনও আছে
আর আমার হেঁটে চলা পথ
দখল নিয়েছে অন্য পথযাত্রী
প্রথমে বাঁ দিক দিয়ে চলা শুরু করেছিলাম
তারপর আরও বাঁয়ে চেপে গিয়েছিলাম
তারপর নেমে গিয়েছিলাম রাস্তা থেকে
এখন এই রাস্তার পাশের ধুলো আর মাটির
মধ্যে দিয়ে হেঁটে যাই…
–
–