–
—
পথ তো সোজাই ছিল শুরুতে
সময়ের অভিঘাতে দিনে দিনে বেঁকে গেলো সব কিছুই –
কিছু ভুল, কিছু বেনিয়ম, কিছু বিধিলিপি বদলে দিলো জীবনের ইতিকথা ;
এখন বড়ই মন্দ সময়
না ঘরকা, না ঘাটকা !
কিছু করার ছিল, করা হলো না
কিছু বলার ছিল, বলাও হলো না
ভুয়ো প্রতিশ্রুতির আলোআধাঁরিতে বিবর্ণ হলো পড়ন্ত বেলার আকাশটা ;
জীবনে প্রথম প্রতিশ্রুতি হয়তো সত্যি হয় না –
অরূপ রূপের সন্ধানও মেলে না –
কিন্তু শেষটা !
সময়, তুমি কী বলতে পারো এই ভাঙা- চোরা পথের ইতিটা কবে, কোথায়-
কোন নদীর ধারে?
আমি সেখানে গিয়েই ঘর বাঁধবো l
–
–