–
—
আমি চাই না, চাই না
তোমাদের এই আধুনিকতায় মোড়ানো মখমলের সমাজব্যবস্থা ই-কমার্স,ই-টেক।
যে সমাজ ব্যাবস্থা পরিচয় করিয়ে দেয়
একটি ব্যাধি পূর্ণ বিকার শব্দ
ধর্ষণ !
যে শব্দ টি আমায় ভীত করে তুলে
স্যাটেলাইট পত্রিকার পরতে পরতে ঘুরপাক খায়
ধর্ষণ!
নতুন শব্দের অতি পরিচয়ে আমার সদ্য কথা বলা তিন বছরের কন্যা ভুলে গেছে ‘বাবা’ ডাক।
লজ্জায় সামনে আসে না ভার্সিটি পড়ুয়া ছোটবোন
স্ত্রী সন্দেহজনক কৌতুহলী চোখে প্রশ্ন রাখে
তুমি কি কেবলি পুরুষ !
আমি উত্তর কাটি
সকলে আমায় ধর্ষক বলে পুরুষ বলে নাকো!
–
–