–
—
তোমার চলার বাচন ভঙ্গি তোমার গতি প্রকৃতি
বুঝা আমার সাধ্যের অতীত।
এই মনে হয় তুমি আমার হয়েগেছ
আবার খানিক বাদে মনে হয় তুমি যেন
আর আমার নেই !
আসলে তোমাকে বুঝার মতো আমার
যে ক্ষমতা থাকার দরকার তা আমার নেই।
তুমি এমন কেন ? তোমার আচরণ
এত ঘনঘন পালটায় কেন ?
আমি চাইলেও কেন জানি তোমায় বুঝতে পারিনা !
নাকি কোনদিন তোমাকে বুঝার অবস্থা
আমার হবেনা।
জানো ? আমার না ভয় হয় !
আমার দিনদিন মনে হয় আমি যেন
তোমাকে হারিয়ে ফেলছি !
বিশ্বাস কর আমি মনে হয় তোমাকে ছাড়া
এই পৃথিবীতে বেচে থাকতে পারবোনা !
আমার কেন জানি মনে হয়,
ওই আসমানডার মতো বুকের মধ্যে জমায়া রাখা
মেঘগুলো যেমন শ্রাবণের টানে মাটিতে
নাইমা আহে, তেমনি আমারে ছাইড়া
তুমিও হয়তো চইলা যাইবা,
কেন জানি আমার এমনডা মনে হয় !!!!
–
–