–
—
নিমফুল সুবাসে
মৌতাতে মন ভাসে
কি জানি কি সকাশে
অকারণ
চুপি চুপি চলে যায়
কানে কানে বলে যায়
অজানা সে বিকাশে
উন্মিলন
নিতি নিতি ধারাপাত
অঝোর বৃষ্টি রাত
রিমঝিম প্রকাশে
গুঞ্জরণ
হাতেতে রাখি হাত
মনেতে আগুন তাত
জ্বল জ্বল বিলাসে
প্রভঞ্জন
দূরে আকাশ জুড়ে
মেঘেরা সুর ধরে
অপরূপ উদ্ভাসে
উচাটন
অনেক না বলা কথা
নিয়ে আসে ব্যাকুলতা
হৃদয় মধুমাসে
নিমগন ।।
–
–