–
—
কবিতার ধার কমছে যত
কাব্য মারছে ছুড়ি
ছন্দ কবিতা গণ মতামত
উড়িয়েছি দিয়ে তুড়ি
কাব্যের জালে মোহ বেড়াজালে
খাল বিল পরিপূর্ণ
আমার কবিতা বিলাপ প্রলাপ
অশ্লীল পরিপূর্ণ
কলমের ধার কমে নিভু নিভু আঁচ
সযত্নে আত্ম শ্লাঘা
বাঁচিয়ে ছোঁয়াচে।
প্রেয়সী পাঠিকা আর জারিত বেদনা
হাস্যকর পরিসমাপ্তি
শেষটা অজানা।
খ্যাতির পালক গুঁজে তুঘলকি ভাব
আজ ঘরে খ্যাতি আছে
সৃষ্টির অভাব।
সেই কবে লিখেছিলাম অতীত ইতিহাস
আজ দাঁত বার করে
নির্মম পরিহাস!
তবু স্তাবকের দল বাহা বাহা গায়
ধুঁয়ো ধরে শুঁয়োপোকা বেদম তেহায়
মালকোষ মালকোঁচা মেরে পরে আছে
ছন্দ সাহিত্য পালিয়েই বাঁচে
কলমের টানে ভাঙি ঘনঘোর দ্বন্ধ
খ্যাতির পুলকে আমি একেবারে অন্ধ
ছন্দেরা কেঁদে যায়
তাল ঘুরপাক খায়
বিসম কবি যে আমি
নেই তাতে সন্দ।
–
–