–
—
ওই ছেলেটা যেন কেমন, কিচ্ছু জানে না
ফুটবল, ক্রিকেট, বক্সিং কিছুই পারে না
যেদিন জন্মেছিল মায়ের আলো করে কোল
আনন্দে সবাই বাজিয়েছিল কাঁসর আর ঢোল
হয়েছে ছেলে, স্বপ্ন রঙিন ছিল সবার মনে
কী কী ভেবে ছিল, সেকথা মনই শুধু জানে
ভাবনা আর বাস্তবে সব উল্টে গেল
ছেলেটা কেমন যেন অন্যরকম হল
ছেলেটা কিচ্ছু জানে না, পারে না
রঙ -তুলি ছাড়া আর কিছুই চেনে না
ওর বন্ধুরা সব দাপিয়ে বেড়ায়, কতকিছু খেলে
ছেলেটা তখন একলা ঘরে আকাশকুসুম ভাবে
ও তো কিচ্ছু পারে না , আমরা পারি
বন্ধুরা বুক ঠুকে বলে, এসে বাড়ি
মা শুধু মুচকি হাসেন, ছেলের মাথায় হাত রাখে
ও যা পারে , করতে তোদের সাত জন্ম লাগে
ওই ছেলেটা কিচ্ছু জানে না, এটা ঠিক যেমন
স্বপ্নগুলো ক্যানভাসেতে নিখুঁত আঁকে তেমন
–
–
–