–
—
একবার নয়, বারবার চেষ্টা করেছি তোমার কাছে যেতে,
যতবার গেছি তোমার কাছে, সরিয়ে দিয়েছ দূর হতে।
তবুও অমোঘ টান পারিনি কখনও এড়িয়ে যেতে,
তাই উপেক্ষা করেছ দেখেও পারিনি সরে থাকতে।
যতবার আপন করে নিতে চেয়েছি তোমাকে,
ভাগ্যের অদৃষ্ট পরিহাস, কিছু দুরে গেছি থমকে!
তোমার অভিব্যক্তি করেছে পরিহাস প্রতি মুহূর্তে,
বুঝিয়েছে তুমি শুধু চেয়েছ আমায় তোমার স্বার্থে!
প্রিয়জন নই আমি, শুধু প্রয়োজন মেটানোর তাগিদে,
অভিনয় করে গেছ নিঠুরভাবে আমারই সাথে।
সবকিছুর যেমন শেষ আছে, তেমনই একদিন,
তোমার অভিনয় পড়তে ধরা বুঝলাম আমি কত দীন!
তোমার আমার যা কিছু তার মাঝেও কোথাও
কোন এক খানেও ছিল না মনের টান, আবেগের বন্ধন তোমার তরফ থেকে!
তবুও সেটাকেই ভেবেছি তোমার স্বাভাবিকত্ব,
আমাদের মাঝের বন্ধনের সুন্দর অভিনবত্ব।
কি নিদারুণ বোকার মত বিশ্বাস করে গেছি তোমায় দিন প্রতিদিন,
আর তুমি কি সুন্দর সুযোগের সদ্ব্যবহার করে গেছ!
ঘরে বাইরে তোমার সুন্দর অভিনয়ের শিকার হয়েছি,
বলতে দ্বিধা নেই, আমি শুধুই প্রতারিত হয়েছি।
তবুও চেয়েছি তুমি ভাল থাকো, তোমার ভাল হোক।
নিজের ভালো-মন্দ, মান-সন্মান সবই তো তোমার
হাতে তুলে দিয়েছিলাম! ভেবেছিলাম আগলে রাখবে,
বুঝিনি তুমি তোমার স্বার্থে সেগুলোই একদিন নিলামে চড়াবে।
বুঝলাম যখন, তখন অনেক দেরী হতে গেছে,
নিজের ফেরার পথ নিজেই করেছি অবরুদ্ধ।
তাই স্বেচ্ছায় তোমার অভিনয়ের শিকার বানালাম নিজেকে!
নিজের চরম ক্ষতি করে তোমায় বিজয়ী করলাম।
তোমার সব অপরাধ নিজের কাছেই লুকিয়ে রাখলাম!
সব অপরাধ নিজের করে নিলাম শুধু তোমার জন্য।
তোমার ইচ্ছা পূরণে সবার কাছে নিজেকেই ছোট করলাম,
কাউকে জানালাম না কেন এমন হল আমার!
সবাইকে জানালাম এ আমার ভাগ্যের নিঠুর পরিহাস!
–
–