–
—
অতিথি আমরা সবাই
রয়েছি এই দুনিয়াই
জীবনের কিছু স্মৃতি
রেখে যায় মানব সেবায়।
তারা তো মানুষ ছিল
এখানেই জন্ম নিল
রক্তে রাঙিয়ে দিল
স্বাধীনতা ছিনিয়ে নিল।
বংশ পরম্পরা
বইছে শোনিত ধারা
আমরাও মায়ের ছেলে
বাঁচাব রক্ত ঢেলে।
মোরা তো কম কিছু নয়
বিপদে করব না ভয়
রক্তের অভাব পূরণ
করব যুবক তরুণ ।
হাটবে থ্যালাসেমিয়া
বাঁচবে মায়ের জিয়া।
রক্তের ডোনেট করে
আমরা বাঁচাব তারে।
আত্মীয় বন্ধু সজ্জন
অকালে যাচ্ছে চলে
কিছুদিন বাঁচতে পারে
দু ফোঁটা রক্ত পেলে।
–
–