–
—
বৈঠা বাইতে বাইতে ক্লান্ত হাতের পেশী
আজকে যাত্রা হঠাৎ বুঝি বেশি?
থাক তাহলে আর নেই দরকার
রাস্তা থামুক, আপত্তি তাতে কার?
কিন্তু মন কি থামতে সত্যি জানে?
পায় খুঁজে কেউ সত্যি বাঁচার মানে?
স্বপ্ন আশার মিথ্যে যাদুকরী
আসল জীবন মানেই মাধুকরী
হাত পাতা আর মন পাতা ফাঁকে ফাঁকে
কেই বা সে সব হিসেব লিখে রাখে?
হঠাৎ ঝড় উঠবে হঠাৎই করেই
সূর্য উঠবে নিশ্চিত সব ভোরেই
রাতের শিশির ছোবেই ঘাসের মাথা
ভালবাসা মানে হৃদয়ের হাত পাতা
কখনো ভিক্ষা কখনো বা জোটে ঘৃণা
সত্যি বলছি, মেলাও ঠিক কিনা?
ধূসর ছায়া মনকে বলে থামতে
বিষণ্ণতা বার বার চায় নামতে
কিন্তু হঠাৎ থামার নেই তো মানে
আজ মন হাওয়া বইছে উজান টানে
পাখনা মেলে উড়িয়ে দিয়ে পাল
হোক না যত নজর বেখেয়াল
একটু না আব্রুহারাই হই
না হয় নদী হলই হারা থই
থামা মানেই শীতল মৃত্যু লেখা
চলি, আবার মোহনায় হবে দেখা।
–
–
–