–
—
দাদা মেট্রো স্টেশনটা কোন দিকে
ছয় নম্বর লাল বাড়িটা কোন দিকে
এই মিষ্টির দোকানটা কোথায় বলতে পারেন
আমার ছেলেটাকে পাচ্ছি না, দেখেছেন আপনি
ও মাসি লাউটা কচি তো, দানা নেই তো
ও ভাই আস্তে অটো চালাও, রাস্তা তো ভালো নয়
আমার মেয়েটার প্লাজমা লাগবে, আপনি দেবেন
এমন হাজারো কথা রোজ রোজ
আমরা বলতে শুনি, নিজেরা বলি
আমাদের কারো মধ্যে কোন সম্পর্ক নেই
রক্তের তো নয়ই, নয় বন্ধুত্বের
তবু বলি ভরসাতে, বলে থাকি বিশ্বাসে
এখন আর কেউ কাউকে বিশ্বাস করে না
এই কথাটা পুরোপুরি বিশ্বাস হয় না
দেওয়ালে পিঠ ঠেকে গেছে যার
বিশ্বাসের ভরসায় করে তরী পার
–
–
–