–
—
কেন কেন করিস কেন
নেই কো কেনর মানে,
মন ধরেছে মাঠ ভরেছে
হরেক রকম ধানে।
ধানের পরে ধান সাজিয়ে
দিব্যি চলে দিন,
ধানেই আশা,বাঁচে চাষা
শোধ করে সব ঋণ।
ঋণ ফুরানোর এই মুলুকে
দিব্যি বসে থাকা,
চাষ না হলে,চাস না প্রাণে
তেমন ভালবাসা।
চাষাই বোঝে পেটের ভাষা
মাটির প্রতি টান।
চাষা জানে মাটির ভাষা,
দেয় ফসলের প্রাণ
–
–
–