–
—
শব্দেরা ভীষন দেমাকী হয়, জানেন তো?
কখনো রমনীর শরীরে খেলা করে
কখনো সাজানো বাগান তছনছ করে।
এই যেমন ধরুন না,
দরজা তো খোলাই ছিল
কই? কোন শব্দ-তো কোনদিন উঁকি দেয়নি!
জিজ্ঞাসা করেনি, ‘জোৎস্নায় ভিজছ কেন’?
জানতে চায়নি কৃষ্ণচূড়া কতটা
রঙিন হয় রাত-জোৎস্নায়?
নিজেকে আড়াল রেখে কেন এ
অভিমানী অভিসার?
জানতে চায়নি তাও।
অথচ একথা কে না জানে! যে
শব্দই চাওয়া-পাওয়া, শব্দই ব্রহ্ম।
তাহলে? তাহলে, আপনারা’ই বলুন
শব্দ ছাড়া কবিতা কেন
কারও ছবি আঁকা সম্ভব?
–
–
–