–
—
লিঙ্গেই শুধু মানুষ খুঁজি!
লিঙ্গেই শুধু মানুষ বুঝি?
স্ত্রী না পুরুষ শরীর দেখেই
হচ্ছে জাত বিচার?
তৃতীয় লিঙ্গ বড় ভয়ানক
এ কেমন অত্যাচার?
লিঙ্গে তে হাত নেই মানুষের
সৃষ্টির নিজ ইচ্ছা
ভালো না মন্দ মানুষ হব
সে যে একেবারে স্বেচ্ছা।
যাকে ভালোবাসি নারী বা পুরুষ
তাতে কি বা এসে যায়
একটা হাত তো পাবই পাশে
বাঁচি তার ই ভরসায়।
পুরুষ মানেই নারীর প্রেমিক
নারী শুধু প্রেমিকা
জ্বরের ঘোরে বেহুঁশ রাত্রি
কাটাবই যদি একা
কি লাভ সে প্রেমে
সেই ভালোবাসা অযথা মূল্যহীন
তার চেয়ে লিঙ্গ না ভেবেই শুধু
মানুষ সঙ্গ নিন।
লিঙ্গ বিচার করিনা কখনো
মানুষ কে পাশে চাই
খাই গালাগাল তবু ভয় নেই
বন্ধু তো পাশে পাই।
শরীরে কি আছে খিদেই মাত্র
মিটলো না তাতে কি
লিঙ্গ ভাবি না মানুষকে ভাবি
মানুষ কে পাশে নি।
শরীরী ভাবনা ভাবছে আবার
গালাগাল,”ওরা বাজে”
ওরে ও নোংরা মানুষ কে ভাবি
লিঙ্গটা ভাবি না যে।
“সমাজ সমাজ”, চিৎকার জুড়ে
সমাজের হলো কি?
এত ই চিন্তা তাইতে স্বার্থ
হৃদয় জলাঞ্জলি।
কারো পাশে যদি না পারো দাঁড়াতে
দূরত্ব টাই নিজে থেকে নাও
বন্ধু বাছাই ব্যক্তিগত
তাকে ব্যক্তিগতই থাকতে দাও।
–
–
–