–
—
ছড়ায় কাঁদি ছড়ায় হাসি
ছড়ায় বাজাই বাঁশি,
ছড়ায় করি মজা
যা বলি তা সোজা।
ছড়ায় চলন ছড়ায় বলন
ছড়ায় শুনি কত কথন,
ছড়ায় গাঁথা মোদের জীবন
ছড়া চাঁদের কিরণ,
ছড়ায় ভাসে ভেলা
ছড়ায় মজার মেলা।
ঘুরি ছড়ার দেশে |
ছড়া নিয়ে ভালো আছি
কতরকম বেশে।
যা মন চায় বলি তা
ছড়ায় আমরা বলি
যেথায় ইচ্ছাসেথায় যাই
ছড়ার ছন্দে চলি।
ছড়ায় আমরা উল্টোপাল্টা
ছড়ায় আবোল-তাবোল
ছড়া আমাদের হাসি ঠাট্টা
ছড়া মোদের বোল।
–
–