একদিন গাছ পাতা লতা ফুল সবই প্রিয় ছিল
নদী ছিল স্বপ্নের মতো
গান ছিল হৃদয়ের ধ্বনি
ছায়া ছিল আবেশের মতো ;
এখন ওরা আর কেউ বন্ধু নেই l
স্বপ্ন -সত্ত্বা -বাস্তবের ত্রিবেণী সঙ্গমে ভেসে গেছে সবই
উলট পুরাণ হয়ে গেলো জীবনটা l
আসলে এও এক তীর্থদর্শন
যেখানে ভোগ আছে, ভক্তি নেই
ঐশ্বর্য আছে, সুখ নেই
ছন্দ আছে, গতি নেই –
সব থেকেও কিছু নেই , নেই….