লোকটা কী পাগল, নাকি মজা করে
কেউ তাকে বললে ভালো, ছুটে গিয়ে ধরে
মারে না, চুল ধরে টানে না, শুধু বলে
কী কথা! সে তো এখানে বলা না যাবে
বোঝা যায় দেখে ওকে এতটুকু তবে
ভালো কথা শুনে একটুও খুশি না হবে
এতো কান্ড ভারী, করে ভীষণ অবাক
ভালো কথা শুনতে লোকে ছাড়ে লাজ
একদিন কী হল একটু সাহস করে
প্রশ্ন করেই ফেললাম, যা হবে হোক ভেবে
আপনি এমন কেনও করেন
ভালো কথা শুনে মারতে ছোটেন
আর যারা সব আপনাকে বলে মন্দ
তাদের নিয়ে মনে আপনার নেই কোনও দ্বন্দ্ব
একটু বিরক্ত হয়ে বলে, শুনবে, তবে শোন ভাই
ভালো কথা ভেজাল ভারী, সদা বিশুদ্ধতা নাই