প্রিয়,
তোমার জন্য হয়তো সারাটা জীবন
আমার অপেক্ষা করতে হবে।
আমার অপেক্ষার প্রহর হয়তো
কোনদিন শেষ হবেনা !
তবু বলছি তুমি আমার হয়োনা !
কিন্তু তোমাকে দেখার পথ খানি
আমার জন্য বন্ধ করে দিওনা ?
এই পৃথিবীতে হয়তো তুমি আমায়
সহ্য করতে পারোনা,
কিন্তু; কোন একদিন দেখবে
আমাকে তোমার খুব মনে পড়ছে !
সেদিন তুমি আর আমাকে পাবেনা !
কারণ; আমিতো তোমায় কষ্ট দিতে চাইনি
ভালোবেসে ছিলাম।
ঠিক আছে; আমায় যদি তোমার খুব
প্রয়োজন হয় তবে শুধু একটু আমায় মনে করো?
দেখবে, আমি তোমার কাছে পাখির মতো
উড়ে চলে যাবো।
আমাকে তোমার ডাকতে হবে না !
শুধু একটু হৃদয় দিয়ে স্বরণ করো ?
দেখবে আমি ঠিক জানতে পারবো,
কারণ; ভালোবাসা এমন একটি বন্ধন
যা দ্বারা খুব সহজে সব কিছু বুঝা যায়।
আর আমিতো তোমায় ভলোবাসি,
আমি ঠিক বুঝতে পারবো তোমার হৃদয়ের কথা।
জানো ? আমি যখন তোমার চোখের দিকে তাকাই
আমি সব কিছু খুব সহজে দেখতে পাই !
তোমার মনে কি হয়েছে,
তোমার মন কি চায়,
কারণ; চোখতো মনের আয়না।
আর সেই আয়নায় আমি সেই ছবি দেখতে পাই !