বাবার শেষকৃত্য সমাপন করে
শ্মশানযাত্রীদের সাথে
ক্লান্ত বিষণ্ণমুখে
স্খলিত পায়ে বালক ফিরে আসছিল।
রাস্তার দু’দিকে উজ্জ্বল রঙিন
আলোর রোশনাই
ঝলমলে ক্রিসমাস-ট্রি
টুনিবাল্বের উড়ন্ত সান্টা
আজ ক্রিসমাস-ইভ।
বাবা বলতো, মোজা ঝুলিয়ে রাখিস খোকা,
ভোরবেলা উঠে দেখবি, সান্টা ঠিক
দিয়ে গেছে তোর পছন্দের জিনিস।
আজ রাতে মোজা ঝোলাতে হবে না
আজ রাতে আর সান্টা আসবে না
আমার পছন্দের জিনিসের খোঁজ
সান্টাবুড়ো কি করে জানবে বাবা?