মেয়ে মানেই মুড সুয়িং নয়;
প্রতিদিন সময়মত অফিসে আসা শ্যামাদিও একটি মেয়ে।
মেয়ে মানেই শিলা সেন থেকে শিলা মিত্র হয়ে যাওয়া নয়;
মাথা উঁচু করে শিলা সেন হয়ে বেঁচে থাকা দিদিটিও একটি মেয়ে।
মেয়ে মানেই কুড়িতে বুড়ি নয়;
পঁয়তাল্লিশের চিরকুমারী ঝর্নাদিও একটি মেয়ে।
মেয়ে মানেই খোকনের মা নয়;
শৃঙ্খলমুক্ত মিস হাজেরা আপাও একটি মেয়ে।
মেয়ে মানেই ডিসিশন পাল্টানো নয়;
আপন সিদ্ধান্তে অটল রোকেয়া আপাও একটি মেয়ে।
মেয়ে মানেই সবকিছু মেনে নেয়া নয়;
বজ্রকণ্ঠে অন্যায়ের প্রতিবাদকারী সুমনাদিও একটি মেয়ে।
মেয়ে মানেই সবার সঙ্গে মানিয়ে চলা নয়;
মুখের ওপর ন্যায্য বলবার সাহস করা সাবিনা আপাও একটি মেয়ে।
মেয়ে মানেই বাবা-মাকে ভুলে পরের
বাড়িতে থাকা নয়;
নিজের বৃদ্ধা মায়ের দেখভাল করা মিস রত্নাদিও একটি মেয়ে।
মেয়ে মানেই কারও সেবক নয়;
একা বাঁচো মেয়ে, এই হউক তব পরিচয়।
পরিচিতি: রায়হান আজিজ ১৯৯২ সালের ১৭ই সেপ্টেম্বর রাজধানীর পুরনো ঢাকার একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি বাবার সঙ্গে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। লেখক একজন এ – গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট। ছোটফুপু মিস কারিমা বেগমের উৎসাহেই মূলত লেখালেখি শুরু করেন। সম্প্রতি, ঢাকার জলতরঙ্গ পাবলিকেশন্স থেকে “জলছোঁয়া” নামে লেখক রচিত একটি যৌথ গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকা ও দুই বাংলার বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে লেখালেখি করছেন। লেখক আমৃত্যু নিজেকে লেখালেখি ও নানাবিধ প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে চান।
ঠিকানা
——–
করিমুল্লার বাগ,
পোস্ট- ফরিদাবাদ,
থানা-শ্যামপুর,
ঢাকা-১২০৪, বাংলাদেশ