আমি রোজ রোজ প্রেমে পড়ি
বার বার প্রেমে পড়ি
বিভিন্ন নারীর সঙ্গে প্রেমে পড়ি
বিভিন্ন পুরুষের প্রেমে পড়ি
বিভিন্ন সম্পর্কের প্রেমে পড়ি
দেশ কাল জাতি লিঙ্গ কোনটাই না ভেবে
ধপাস করে প্রেমে পড়ে যাই
তাতে কেউ সমকামী বলে
কেউ আরো নানান তকমা জোড়ে
তাতে আমার কিছু এসে যায় না
আমি আমার বাবার প্রেমে পড়ি
আমি আমার মায়ের প্রেমে পড়ি
যে বন্ধু বিপদে পাশে দাঁড়িয়ে বলে
“ভাবিস না আমি আছি তো”
নির্দ্বিধায় তার প্রেমে পড়ে যাই আগুপিছু না ভেবেই
বাসে যে ছেলেটা অচেনা তবু অসভ্য স্পর্শ থেকে একটু আড়াল করে আমার শরীর
যে সবজি ওয়ালা সবজি ওজন করে ব্যাগে ঢালতে ঢালতে একগাল হেসে বলে
“ভালো আছেন তো”,
আমি তক্ষুনি তার ই প্রেমে পড়ে যাই
বারে প্রেমে পড়তে কোনো বিশেষ মানুষ লাগে নাকি ?
আসলে আমি যে বার বার প্রেমের ই প্রেমে পড়ে যাই।