অনেক কষ্টে রাস্তা করেছি..
হেঁটে যাব অম্লান,রাস্তা কেটেনো…
রাস্তা কেটো না,বহু দূর যেতে হবে,
যেতে হবে অন্ধকার নামার আগে।
অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছি
এবার সামনেই এগিয়ে যাব…
এগিয়ে যাবো,রেখে যাব যা কিছু
অতীত,যা কিছু যন্ত্রণা,হতাশার মেঘ।
প্লাবন আসার আগে সব কিছু
গুছিয়ে নেব,যা কিছু আছে
সম্বল,সব কিছু ভেসে গেলেও
থেকে যাবে প্রতিরোধ,সংগ্রাম।
বারোয়ানা চাহিদার ষোলোআনা
জীবনে প্রাপ্তির শূন্যতা নিয়ে
রাস্তায় নেমেছি,হারিয়ে যাওয়ার
আগে বোঝাপড়া করে নেব।
পূর্ণিমার চাঁদ ডুবে যায়,অন্ধকার
নামে,জীবনের প্রদীপ হাতে শান্তি
মিছিলে পা মেলায় বঞ্চিত মানুষ,
সূর্যাসন-প্রত্যাশা ক্রমশ প্রবল হয়।