দিদি তুমি খুবই পচা,
তোমার সঙ্গে আড়ি।
বলবনা আর একটি কথাও;
মুখ করেছি ভারি।
লিঙ্কটা দিয়েই উধাও হলে,
করলেনা ফোন আর;
চাইলেনা তো জানতে নিজে,
কেবলই একবার;
লাগল কেমন ওই মুভিটা,
বলতে ইচ্ছে করে।
তোমায় মনে পড়ে দিদি,
বড্ড মনে পড়ে।
বড়দিনের মেসেজ দিলাম,
সিন করোনি কেন?
আমি বুঝি এতই খারাপ!
দত্যি দানো যেন!
আচ্ছা বাপু দেখব আমি,
থাকো কেমন করে।
ফোন না করে চিরচেনা,
আমার এ নম্বরে।