–
–
–
অত কথা বলবার কী আছে? শোন ,
শোনা আমার অভ্যাসে নেই । আমি কারো ধার ধারিনা।কবিতা সাহসে এগিয়ে যাই।
নিজেকেই পাথেয় করি ,
আর বানিয়ে ফেলি পথ।
সম্পূর্ণতা পেতে গেলে ,
শূণ্যে হৃদয়কে রেখে
পরিস্কার আকাশ হতে হয়।
নরম অক্ষরে নিজেকে বুনে ,সহজ হতে হয় ভাইয়ের ।তবেই না কথা বলবে…. কেউ, সরল হাস্যে বলে দেবে ,ভালো…..
–
–