কবি কাগজ কলম নিয়ে ভাবছেন, আজ কি কবিতা লিখবেন।
লেখক সকালে চা নিয়ে বসে চিন্তা করছেন, আজ একটা জমপেস গল্প লিখবেন।
উপন্যাসিক স্নান করে পূজো দিয়ে বিছানায় জলচৌকি নিয়ে বসেছেন সকালে, আজ পূজোর উপন্যাস শুরু করবেন।
যারা কিছু লেখে না, তারা হলেন সাধারণ মানুষ।
সকালে তাজা রোদ গার্ড রেল টপকানোর মতো রারান্দা পেরিয়ে ঢুকে পড়েছে ঘরে।
এবার গল্পকার লিখলেন,বিজনের মনে হলো, সকালের রোদ যেন যুদ্ধের তরবারি।
কবি লিখলেন, সকালের রোদে শিউলি ফুলের গন্ধ।
উপন্যাসিক লিখলেন, সকালের রোদে অর্জুন হেঁটে যাচ্ছে বাজারের দিকে। হাতে চটের ব্যাগ।
সাধারণ মানুষ কি লিখবেন? তারা লিখতে পারেন না। বলতে পারেন। বললেন, সকালের রোদ ঘরে না এলে মানুষ কি বাঁচতে পারে? রোদ হলো ফুসফুস। রোদ হলো হৃদয়।
আপনার মতামত এর জন্য