–
নেতাজীর দেহের কোন অংশটা তোমার পছন্দ? নিতাই জিজ্ঞেস করলো তার কলিগ নিমাইকে। নিমাই বললো,চোখ দুটো। কি সুন্দর চোখ দুটো বলো? স্টাফরুমে অনেক শিক্ষক বসে আছেন নিতাই এর আশেপাশে।
নিতাই সকলকে একে একে জিজ্ঞেস করলেন একই কথা। কেউ বলল, আমার পছন্দ বাহুবল,কেউ বললো, মগজ, কেউ বললো তার নেতৃত্বের কথা। নিতাই বললেন, আমার পছন্দ তাঁর শিরদাঁড়া।
আপনার মতামত এর জন্য