.
” আচ্ছা স্যার, রাতে শুতে যাওয়ার আগে সবাই শুভ রাত্রি বলে কেন? ” পিকলু জিজ্ঞেস করল ।
” যাতে সবার রাতটা খুব ভালো করে কাটে , তাই ।” স্যার সাবলীল উত্তর দিলেন।
” স্যার, রাতের আবার ভালোভাবে কাটার কী আছে! শুয়ে ঘুমিয়ে পড়লেই তো সকাল। বরং শুভ সকালের মানে আছে। সকালে সবাই কত কাজ করে, স্নান করে, ভাত খায়, স্কুলে যায়, অফিসে যায়, ছুটির দিন বেড়াতে যায়, আরও কত কাজ। তাইতো সকালটা ভালো হওয়া দরকার । কিন্তু রাতের আবার ভালোই কী আর মন্দই কী !” অবাক হয়ে প্রশ্ন করল পিকলু ।
স্যার পিকলুর মাথায় হাত রেখে ওর চুলে বিলি কাটতে কাটতে বললেন ” রাতের তো ভালো হওয়া বেশি দরকার। কারণ, সব রাতের শেষে ভোরের আলো দেখা সবসময় সহজ হয় না ।”
আপনার মতামতের জন্য