” আচ্ছা, তোমার ওকে নিয়ে চিন্তা হয় না, ভয় করে না !” চাপা গলায় কথাগুলা বলল অনিতা, ওর বর দীপককে।
” কী হয়েছে তোমার! রাতে কোনো ভয়ের স্বপ্ন দেখেছ, শরীর খারাপ করছে , কী হয়েছে পরিস্কার করে বল।” উদ্বিগ্ন গলায় বলল দীপক।
” তোমার সব সময় খালি আজেবাজে চিন্তা। রাতে কোনো ভয়ের স্বপ্নও দেখিনি, আমার শরীরও খারাপ হয়নি। আমি অন্য কথা বলছি।” অনিতা বিরক্ত হল ।
” উফ্, বিরক্ত হচ্ছ কেন! আমি তো জানতেই চাইছি কী হয়েছে ?” দীপক জিজ্ঞেস করল ।
” বলছি আমাদের ছেলে শানের কথা। এগারো পেরিয়ে বার ক্লাসে উঠল। ওর হাবভাব দেখে তোমার চিন্তা হয় না।” অনিতা ভয়ের কারণ জানাল।
” মানে কী বলতে চাইছ। শান কী নেশা করছে, না প্রেম করছে সেই বিষয়ে জানতে চাইছ!” দীপক আশঙ্কিত হল।
” বললাম না , তোমার খালি ভুলভাল কথা। আমি কী সেকথা বলেছি। আমি শুধু বললাম ওর হাবভাব তুমি লক্ষ করেছ, দরকার ছাড়া বাইরে যায় না, কারো সঙ্গে বিশেষ মেশে না, সারাদিন শুধু মোবাইল নিয়ে খুটখুট করে কী যে ছাইপাশ করে বুঝিনা। এভাবে কী ও জীবনে আয়- উন্নতি করবে! সেই ভেবেই খুব চিন্তা হয়, ভয় হয়, তোমার হয় না ?” জানতে চাইল অনিতা।
একগাল হেসে দীপক বলল, ” ও এই ব্যাপার। তুমি এসব নিয়ে চিন্তা কোরো না । ঠিক উন্নতি করবে। ও অনেকটা আমার মত হয়েছে। উপসর্গহীন।”
আপনার মতামতের জন্য