অমল বাবু মারা গিয়েছেন অনেকদিন আগেই, অনিতা দেবী তার ছোট ছেলে ও বৌমাকে নিয়ে থাকতেন বনেদী বাড়িতে । প্রভাব-প্রতিপত্তি তে চৌধুরীবাড়ীর বেশ নামডাক। বড় ছেলে চাকুরী সূত্রে বউকে নিয়ে দূরে শহরে থাকেন । ছোটছেলে স্বল্প শিক্ষিত জমিজমা চাষবাস করে । অনিতা দেবী কয়েক দিন বিছানায় শয্যাশায়ী। মায়ের টেলিগ্রাম পেয়ে বড় ছেলে এলো। দেখল মায়ের প্রায় শেষ অবস্থা। সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে উকিল কে নিয়ে ফিরে দেখে ছোটভাই শহর থেকে ডাক্তার নিয়ে এসেছে। চিকিৎসায় মা অনেকটা সুস্থ…
আপনার মতামতের জন্য