এলাকায়,গ্রামের আকাশ দিয়ে বিমান,হেলিকপ্টার উড়ে গেলে সকল বয়েসী লোকজন একটু উৎসুক, কৌতূহলী হয়ে ওটাকে এক নজর দেখার জন্য ব্যাকুল ভাবে ছোটাছুটি করে। নগরে এই আগ্রহ একটু কম।
এমনি আগ্রহ জন্ম নিয়েছিলো মানুষের।যখন এগুলো ছিলোনা।রাইট ব্রাদাার্স এই আকাশযানের স্বপ্ন দেখলেন পাহাড়ে শুয়ে পাখির ওড়াউড়ি পর্যবেক্ষণ করে করে।
স্কুলের ছাত্রীরা চরম কৌতূহলের সাথে হেলিকপ্টারটা দেখতে চেয়েছিলো।হেড স্যার বেত হাতে ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লাশের ভেতরে ঢোকাবার অপচেষ্টা চালাচ্ছেন।
মিথিলা স্যারের সামনে বলে ফেললো—-স্যার গেলেগা তো আর দেকতারতাম না।ইকটু দেহি,হেলিকাপটার কেমতে উড়ে।
স্যারের লিকলিকে বেতটার আগা ভীষণভাবে নড়ছিলো।
মিথিলা এই কষ্টটা চেপে বললো,আইচ্যাহ।আমি বড় অইয়া বিমান চালায়াম।বাদে ইস্কুলের উপ্রে দিয়া উইড়া যায়াম।হেইদিন আনহে নামতো আত উডায়া চিল্লায়া কইলেও নামতামনা।