আজ আমার বন্ধু অনিল এসেছে।এবার শুরু হবে তার বাড়ি বিক্রয় নিয়ে নানারকমের পরামর্শ। আমাকে সামনে দেখতে পেয়ে মেঝেতে বসে আমাকেও টেনে বসালো। সে শুরু করল তার লেকচার,যখন তুমি একটি বাড়ির বিক্রয়ের উপর লাভ করেন , তখন আপনাকে আপনার লাভের উপর কর দিতে হয়। যদি একটি সম্পত্তির ক্রয় এবং বিক্রয় তারিখের মধ্যে তিন বছর অতিবাহিত হয়ে গিয়ে থাকে , তাহলে, বিক্রয় থেকে আপনার লাভ একটি দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে। তিন বছর অতিবাহিত না হলে, আপনার লাভ একটি স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে গণ্য করা হবে। দীর্ঘমেয়াদী মূলধন লাভে 20% হারে কর দেওয়া হয়, আর স্বল্পমেয়াদী মূলধন লাভে কর আপনার মার্জিনাল কর হারে দিতে হয় I
story and article
বাড়ি বিক্রয় – পর্ব – ৬ – সুদীপ ঘোষাল
- Post published:January 13, 2021
- Post category:ধারাবাহিক
- Post comments:0 Comments
- Post last modified:January 13, 2021
- Reading time:1 mins read