চারিদিকে শুকনো যে সব
পাউরুটিতে শস্
পাউরুটিতে শস্
শুকিয়ে গেল,হারিয়ে
আজকে সকল রস।
সহজ কথায় সরল হয়ে
বিশ্বাসের নেই চল
অবিশ্বাসের বিষবাস্পে
মনে ময়লার ঢল।
কে যে কারে করবে কাবু
কার মনে আজ কি
কেউ জানে না এই সমাজে
কোনটা আসল, মেকি।
সরল কথায় মন ভেজে না,
আজ মনে যে খরা,
রসে বশে যায় না থাকা
রস হয়েছে ছাড়া,
রসের কথায় রসিক কোথায়
আসর রাখে পেতে।
নতুন রসের ভিয়েনেতে
আহ্লাদে কে চায় স্বাদ নিতে?
শুদ্ধ সতেজ রসও দামী
রক্ত রসের মতো
ঘনাদা,টেনিদা,নন্টে-ফন্টে
বলব আর কত!
হাসির রাজা সুকুমার রায়,
উপেন্দ্রকিশোরের ছেলে,
পরশুরাম,শিবরাম আজ
ক ই আর তেমন মেলে।
ই -মেলে কি হাসি মেলে?
ফোনে ফোঁসে ফণি,
রসের বসে ঝলসে আলো
বড়ই টানাটানি ।।