সেই ভাবেই হারিয়ে যাওয়া
অধিকার সমূহ,নতুবা হারিয়ে ফেলা,
সহজীয়া বেঁচে থাকায়
নিটোল অনুভূতির পাঁচিল ডিঙিয়ে
ছন্নছাড়া জীবন দর্শনের দিগন্তে –
অদৃষ্টের আলতো আলোতে
মানতে পারার বৃত্তান্তে।
কান্না আর যন্ত্রণার বিবশ মুখ
ধারাবাহিক সুখের প্রত্যাশিত মোহে
সবুজ খেতে অনাবৃষ্টির আলিঙ্গন,
বুকে পিশাচ হয়ে নিভৃতে
খাবলে দেয়, শান্তনার নেপথ্যে
কি একটা খামেভরা স্ফীত স্বপ্ন
ভোরের প্রথম প্রকাশ হয়
ঘুণধরা ঘুম গামোড়া দেয় –
বিবর্ণ আঙুলের কম্পমান সাহস
গলে পড়ে, দুচোখ আশাবরী।
ঐ সেই মনের মতন সাজিয়ে নেওয়া
ছড়িয়ে থাকা চোখের কথা –
বিষন্ন কুয়াশার মত গভীর বুকে
সব অবসাদ সজনে ফুলে ঝরে।