Amir Azam Khan

 8 total views

বদলে যাওয়া
আমীর আজম খান

মানুষ এতটা বদলায় যে কেউটের খোলস পাল্টানোর
চেয়েও তা গুমরাহি। প্রথম নদী দেখে বদলেছে
আমার ভেতরের ঢেউগুলো জলের পায়ের নিচে তিরতির
করে সরে গেছে বালি যেন মাথার মধ্যে একটুখানি
শূন্য হওয়া ফাঁকা স্থানবিন্দুতে গিয়ে ঠাঁয়
সমুদ্র দর্শনে নুনের ক্ষরণ কাকে বলে জেনেছি জলজ ভূগোল
মানবতা ও অশ্রুর মতো আঁকাবাঁকা বহমান নদীরা সন্তান
শিরা-উপশিরা রক্তের মধ্যে যেন বিষাদের বালি

পাহাড়ের গিরি-খাত দেখালো ব্যবধান কত উঁচু ও নিচুতা ভীরু
চশমায় হারানো সরল চক্ষু কণিকা
দেখে না আর সমভূতিতে দাঁড়িয়ে অশ্রুত মানুষ
মূলত উন্মুল হাহাকার আর ভালবাসা সমষ্টির এত্তটুকু ছাই

মরুভূমিতে কবে ফুটবে বসন্ত বাতাস স্নেহের একটি গোলাপ?
অসার কাষ্ঠের নাও হবে কী সারৎসার জীবনের গতির প্রতীক?
অথবা বল: মনপাখি, কোথায় হারালো তোর উড়নি ডানার সঞ্চার?

যৌবন ও উত্তর যৌবনে নারী দেখাল তার বিহঙ্গ পেখমের নিচে
হিলহিলে সাপ ছোবলের দাঁত পরিপাটি…
আর বিধ্বংসীরূপ পোড়া কাঠ কয়লায় জ্বলা একমুঠো ঘাস!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *