Mehedi hasan rasel

 111 total views

গ্রামের শেষাংশে বয়ে গেছে সরু এক খাল নাম তার তেখালীয়া।কেন! তেখালীয়া কেন? আড়িয়াল খাঁ,খিরু,ময়ুরাক্ষীর মতো এত সুন্দর সুন্দর নাম থাকতে এ খালের নাম তেখালীয়া কেন? কি ভাবেই বা এর উৎপত্তি?আগ্রহ থাকলেও তা জানা হয়ে উঠেনি কোনদিন।এইতো সেদিনের ছোকরা আমি কি করেই বা জানবো এর কথা।আমার সকল কৌতহল মেটান আমার বাবা।এই ওবায়দুল কাদের মহোদ্বয় আজ কি ব্রিফিং করলো তা থেকে শুরু করে আমাদের ফসলি জমিতে এবার পোকা ধরেছে কেন তাও।তবে তেখালীয়ার কৌতহল টা মেটাতে পারতেন না বাবা যতবার প্রশ্নবিদ্ধ করেছি তাকে জবাব পেতাম দাদুকে জিজ্ঞাস কর গিয়ে।দাদুকে জিজ্ঞাস করলে এক রাশ বিরক্তি নিয়ে এড়িয়ে যেতেন তিনি।কতই না সকাল বিকেল কেটেছে এর পারে। তবে ক্লান্তিঘেরা দুপুরে গাম আর দুর্গন্ধ নিয়ে ঝপাৎ করে ঝাপিয়ে পরা হয়নি তেখালীয়ার বুকে।অবশ্য সে কারণ বলতে গেলে বাবার বকুনি আর মায়ের হাতের মার।আমার পারে বসে পাড়ার বড় ভাই আর সমবয়সীদের ঝপাত করে পরতে দেখতেই ভালোলাগে। ভালোলাগে পারে বসে স্বপ্ন বুনতে আর আকাশ কুসুম কল্পনা করতে।মাঝে মাঝে হারিয়ে যেতাম ওই নীল আকাশটার বিশালতায়।একদিন সকল বাধা উপেক্ষা করে ঝাপিয়েই পরলাম।পরে আর মনে নেই।তবে আমার শরীরে কাদা ধুলো লেগে আছে নিপুন,জিকু,রবি, ওরা সব হাউ হাউ করে কাঁদছে পিকু আমার পেটে চাপ দিচ্ছে।আজ সবই স্মৃতি।এ কথাও ৬ বছর গত হতে চললো।

তেখালীয়া
কলমেঃ মেহেদী হাসান রাসেল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *