Shampa Saha

 96 total views

#ভালো_থাকো
#শম্পা_সাহা

মাঝ বয়সে এসে যদি তোমাকে কেউ মেসেনজারে বলে তুমি সুন্দরী, বিশ্বাস কোরো না।কারণ এই বয়সে লোকের চোখে নয় নিজের চোখে নিজেকে দেখতে শেখো।

এ বয়সে এসে আর কাউকে লাগবে, না হলে তোমার মন খারাপটা কিছুতেই যাবে না,এ বিশ্বাসটা মুছে ফেলো!কার দায় পড়েছে তোমার মনখারাপ সাড়ানোর।

এ বয়সে আমাদের সমাজ মনে করে কাউকে তোমার দেবার কিছু নেই।মহিলা হলে,শরীর আর আগের মত চটকদার নয়,ভার্জিন তো নয়ই।এটা স্বামী ও ভাববে আর আগত নতুন পুরুষ ও।

ভার্জিনিটিতে এদের বড় লোভ।এদের নিজেদের ভার্জিনিটি থাক বা না থাক,নিজে কত জনের নষ্ট করেছে সেটা ভুলে তোমার কাছে তার সেটাই চাই।যেটা তিরিশ পার ভারতীয় নারীদের খুব কমই থাকে।তার আগেই তো সে সিঁথি রাঙিয়ে ফেলেছে।

আর পুরুষ?তার তখন সমাজ বা পরিবারে একটাই দরকার, অর্থনৈতিক।বাকি কিছু না।

তাই হা হুতাশ করে লাভ নেই।মুদ্রার দুপিঠে দুজন।
তাই নিজেকে নিজেই ভালো রাখো!আর উপায় ,সেটা তো তুমিই ভালো জানো,কিসে তুমি ভালো থাকো!

©®

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *